...

14 views

আমি সেই পাখি
হও গো আগুয়ান
নই গো উদাসীন
নই গো হতাশ পাখি
ভোরের দিবা কে প্রথম দৃষ্টি
দেখিতে পাইগো আমি
অলস শব্দটা কে বুকে চাপা দিয়ে
খুজিতে থাকি গো ক্ষুধা।
ক্লান্ত দুচোখ তবু উড়ে যাই
দেখে ছায়ালোক, ভূমি।
তাইতো বলি হও গো তুমি
চঞ্চলতা খোঁজা আমি।
সময় অতি অল্প রে ভাই
দুনিয়া নয় সোজা
তাই অলস কে ছুটি দিয়ে দাও
নাহলে নিজেকেই টানতে হবে
নিজের বোঝা।