...

3 views

শামুক
সোনালী শালিক শুধু কথা কয় – শামুকের স্বরে,
সজনের ফুল শুঁকে চলে গেছে যাহা নবীনের তরে–
ক্যালসিয়ামের খোলসে গুঁজে এক পা দুই পা করে;
পদহীন স্খলিত ভাঁজে ভিজায়েছে পথধূলিকারে।

পিপীলিকা যবে বুঝে গেছে কত শৈবাল ডুবে যাবে,
রক্তপায়ী মশকীর ন্যায় স্থূল হয়ে মেঘ যবে,
যেদিন আকাশ গ্রহণের ন্যায় আলোহীন হলো সবে–
দেয়ালে, বাদাড়ে, আমলকী বনে হেঁটেছিল বৈভবে।

স্নায়ুহীন স্রোতে, বারমুডা ত্রিভুজে – নীলচে জগতে
জানিনে কেমন বাতির বাংলো আলো বিছাইবে রাতে;
জানিনে কোন্ হোয়াংহো হাওয়া আসিবে ফেলিয়া দিতে,
আলপনা কাঁধে জল্পনাতে এগিয়েছে ইতি হতে !

তবু চলিবে সে, পাইপের ন্যায় অ্যান্টেনাগুলি হেলে,
শুঁয়োকীট নয় – যার কিনা ফের উড়িবার স্বাদ মেলে !
বহুবিধ পথ, স্থবির-স্থাবর – কে কবে অমর হলে?
যেতে হবে তাকে, দুদিনের তরে পথনাটিকায় এলে।


© soumik299