...

3 views

হাওরবাসীর হাহাকার

হাওরবাসীর হাহাকার
   

চারদিকে শুধুই হাহাকার,আর কৃষকের চিৎকার
     বাধ ভেঙে ঢুকছে পানি;হারিয়ে যাচ্ছে ফসলি জমি,
কৃষকের চোখের জল, আর বানের জলে
     হয়ে যাচ্ছে  একাকার,
কিছু মানুষ দূর্যোগ হলে পাশে দাড়ায়,
     সাহায্যের হাতটা বাড়ায়।
আবার,দুর্যোগ কেটে গেলে তারাও হারিয়ে যায়।
   এভাবেই কাটে কৃষকের দিন মাস বছর।
  কখনও হয়  রাত জেগে ভোর,
প্রাকৃতিক দূর্যোগ আসবে যাবে,মানুষকে সাবধান হতে হবে।
    নয়তো একটি মানুষের কর্মের গাফিলতি,
     হাজারো হাওরবাসী কৃষককে পোহাতে হয় ভোগান্তি।....     


© সাদিয়া তাবাসসুম