যোগ-বিয়োগ
একদিন তো সব হারাতে হবে , তবুও কেমন জানো ভয় হয়!
দিন শেষে আবেগে ভেসে ভাবতে থাকি, একটু সুখ, একটু দুঃখ, একটু হাসি, একটু কান্না, একটু মান-অভিমান আর অনেকটা ভালোবাসা নিয়ে এভাবেই থাক না সবটা।
কেন মুহূর্তগুলো এতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে?
সময়ের চাকা ঘুরে সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু হারিয়ে ফেলার ভয়টা না পাল্টাচ্ছে,
না...
দিন শেষে আবেগে ভেসে ভাবতে থাকি, একটু সুখ, একটু দুঃখ, একটু হাসি, একটু কান্না, একটু মান-অভিমান আর অনেকটা ভালোবাসা নিয়ে এভাবেই থাক না সবটা।
কেন মুহূর্তগুলো এতো দ্রুত শেষ হয়ে যাচ্ছে?
সময়ের চাকা ঘুরে সবকিছু পাল্টে যাচ্ছে, কিন্তু হারিয়ে ফেলার ভয়টা না পাল্টাচ্ছে,
না...