...

1 views

#चाँदसमुद्रसंवाद ( বাংলা কবিতা-1)
#चाँदसमुद्रसंवाद
#MoonOceanDialogue
( বাংলা কবিতা-1)

একটু দেখেই উঁকি মারা
পশ্চিম গগণে চন্দ্রবতীর
শুরু হল
ফিসফিসানি
সাগর জলের-
'জলদি এস
কতদিন দেখিনি তোমায়
আর দেরী নয় '
মুচকি হেসে 'আসব' বলে
চাঁদ সুন্দরী
আবার লুকায়।
এমনি করে কদিন চলে
লুকোচুরি-প্রেম এর খেলায়।

তারপরেতে শশীকলা
শেষ করে তার ছলা কলা,
পড়ল ধরা সাগর...