...

5 views

অসুস্থ কবিতা
একাকীত্ব মন সিদ্ধ অন্ধকার,
রাত নিবিড়, স্বপ্নহীন হাহাকার,
চোখ খোলা, আধারে খুঁজে দর্শন।

চাঁদ অবাক তাকিয়ে,
কেউ জোছনায় দাড়িয়ে,
করে না জোছনা বরণ।

সব লেখা হারিয়ে,
শূন্য পানে তাকিয়ে,
শূন্য প্রতিভার স্ফুরণ।

অসুস্থ কবিতারা, করলো বারণ,
এখন আসে না পঙক্তি চরণ,
তার এখন দাওয়াই প্রয়োজন।
© Muhammad Johir