...

10 views

প্রাক্তন
জীবন খাতার একটি পাতা,
লিখে লিখে হলো ভরা।
বাকি নেই আর দাঁড়ি কমাগুলো,
বাকি শুধু শেষ করা।
আসবে মনে একে একে সব,
কেটে যাওয়া দিনগুলো।
পড়বে মনে ক্লাসের আড্ডা,
ভাববো টিফিনগুলো।
হারিয়ে যাবে কত চেনা মুখ,
যোগাযোগ হবে ক্ষীণ।
হেসে খেলে আর চেঁচামেচি করে,
কাটবে না আর দিন।
মনের কোণে বাজবে কেবল,
স্মৃতির মধুর গুঞ্জন।
ছাত্র হওয়ার পালা হলো শেষ,
এবার হলাম প্রাক্তন।
© Anubhab Mowar(Gumnaam Lekhak)