...

3 views

ফাগুন
ফাল্গুন
আসছে ফাগুন আনছে আগুন
আভাষ তার চারিদিকে ।
আভাষ পাইয়া বসন্তের দুত
ডাকিছে তরু শাখে।
বৃক্ষ্যরাজি ঝরায়েছে পাতা
নব পল্লব তরে।
দক্ষিণা বাতাস দিচ্ছে আভাষ
বসন্ত এলো ফিরে।
শরতের আকাশ নিচ্ছে শ্বাস
ঝাপসা কুয়াশা ছাড়ি।
দেখে মনে হয় যেন
ঘুম ভাঙিয়াছে তাহার
উঠিছে লেপ কাঁথা ছাড়ি।
গগনে সূর্য হইলে উদয়
মনে হয যেন ছিল প্রতিক্ষায়
নব বসন্তের লাগি।
ফাল্গুন এলে ফুল ফোটে আর
ফল ধরে গাছে গাছে
ভোমরা মেখে ফুলের রেনু
আনন্দে তে নাচে।
© jayentimondal