...

1 views

যেতে নাহি দিব---
যেতে নাহি দিব---
শ্রী রাজু গরাই ১৮ই অক্টোবর ২০২৪

কেন করো এরকম! গভীর দুঃখে মগ্ন আকাশ
দক্ষিণের গবাক্ষে বহে না বাতাস।
ভীষণ রকম বাজে অভ্যাস শুধু আপনারে দেখে...
যে রাতের পর রাত কাটাত অনায়াসে অনাবৃত আলোয় বই পড়ে, রাতের স্রোতে
সে এখন নিদ্রাহীনতায় আপনার কাঁধে কল্পনায় মাথা রাখে, আঁখি ছঁয় আঁখিতে,
চাঁদ যেন নেমে আসে জানালায় ডাকিতে ডাকিতে।

আফিস ফেরত ক্লান্ত দু-চোখের বন্ধু ছিল বিকেল,
নিস্তব্ধতা যার নাম দিয়ে যায়,
এখন দেখি দ্বিপ্রহর গড়ালেই অশান্ত হিয়া স্বাক্ষর নিতে আপনারে, দেখতে চায়!
এই অভ্যাস ত্যাগ উচ্চারণে অনন্ত সংসার বিষন্ননয়নে অশ্রু ঝরায়...
অধিকার চেয়ে অনুভূতি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে প্রায়।

গোধূলিকাশ গেরুয়া রং ছড়ালে সন্ধ্যা নামে, শিউলিসুবাস মাখা তনু'র গন্ধ নাকে
পৃথ্বীতলে প্রেম মাদকাসক্তের ন্যায় মহা-অঙ্গীকারে
সর্বশক্তি প্রয়োগে গর্বে ডাকে।

কেন করলেন এরকম!
ভীষণ রকম বাজে অভ্যাসে মন হয়েছে যখম...
আপনার মন রেখেছে কি সে খবর, তবু যেতে নাহি দিব
বাজে অভ্যাস না হয় হয়েই থেকো, তবু মন পাহাড়ায় নিব---

© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #poetrylovers #যেতে_নাহি_দিব #philosophy #nature #letter #followme