...

1 views

অস্থায়ী
কলমে দেবব্রত দেব
অস্থায়ী

যে দিনগুলো ফুরিয়ে গেলো
সেতো আর ফিরে এলো না,
ফিরে আসে যবে স্মৃতি হয়ে
কিছু মিষ্টি কথা,কিছু ব্যথা
তাই লাগে ভালো ,তাই ভালো।।
পুরোনো দিনের সোনালী প্রহরে
মনে হতো সব চিরস্থায়ী
চিরন্তন চিরদিন-জীবনে
সবই আছে কাছে অন্তরঙ্গে,
কখনো বুঝিতে পারিনি
সময় ফুরাবে, অনেকে হারিয়ে যাবে
অজানা ঠিকানায় নীল সীমানায়-
জানি কটা দিন স্মৃতি হয়ে হৃদয়ে রবে।।
Debabrata Deb