...

3 views

তুমি না
তুমি না, তোমার সাথে না

না কোনো ভুল নেই তোমার,
কোনো দোষ নেই।
কোন অভিযোগ নেই তোমার কাছে,
কোনো রোষ নেই।

তাও,তুমি না,তোমার সাথে না।

ভেবোনা তবে,উবে গেছে ভালোবাসা
মনে কোরো না,হয়ে পড়েছো পুরাতন।
আমি জানি,আর জানে এ মন,
ভালো এখনো বাসি,সেই আগেরই মতন।

তাও,তুমি না,তোমার সাথে না।

জানি,আমার ভালোর জন্যই বলো,
তাও যখন এত সহজে বলে ফেলো,
না,না,ভুল তুমি,..মনে কোথাও বাজে।
বলছিনা আমি,যে বুঝবোনা তোমার কথা,
তবে এমন আমাকে না বোঝা,..কি তোমারও সাজে।

জানি এইসব,দোষ নয় কোনো
সাদা মনে নেই কালো।
তবে,আমি তুমি আর নদীর দু-কুল
বুঝেছি দূরেই ভালো।

নিয়ে যাবো তোমায়,কেনো সে পথে
দেখছি যেখানে কাঁটা।
তাই,তুমি না,তোমার সাথে না
এই জীবনে হাঁটা।


© Anubhab Mowar(Gumnaam Lekhak)