...

4 views

আমি ছিলাম না তোমার কেউ
বয়স সত্তর কিংবা পচাত্তর পেরিয়ে
যাওয়ার পর
তোমার আর আমার যদি আবার
দেখা হয় ফের।

উপেক্ষার ভাষা ভুলে, ঘৃণার আক্রোশকে
দূরে ঠেলে একজন অপরিচিত মানুষ
হয়ে বলবে কি একটুখানি কথা করবে
কি একটুখানি চোখ চাওয়াচাওয়ি?

বিচ্ছেদের সমস্ত ব্যথা ভুলে এই পৃথিবীর
সমস্ত ধুলো আর কাদা মেখে আমি
দুদণ্ড বাঁচতে চাই।

সন্ধ্যায় যখন জলে জোনাক পোঁকারা
আলো জ্বেলে দেয় তখন আমি দুদণ্ড তোমার
হাতে হাত রেখে পথ চলতে চাই।

তারপর একদিন পৃথিবীর পথে আমি
চলার পিপাসা হারিয়ে চলে যাব
দূরে ঢের দূরে কোথাও।

আমার মৃত্যুর শব্দ শোনে যদি আমার
কথা মনে আসে,ভেবে নিও আমি
ছিলাম না তোমার কেউ।
আমি ছিলাম তোমার বাড়ির পাশের মৃত
ঘাস সে একদিন সবুজ ছিল আজ মরে
গিয়েছে সবাইকে মরে যেতে হবে,,