...

7 views

বলতে পারিনি তোমায়
#TheUnrequitedLove
বলতে পারিনি তোমায়
আমি ঠিক কতটা ভালোবাসি।
বলতে পারিনি তোমায়
তোমার স্বপ্নে আমি ভাসি।
বলতে পারিনি তোমার চোখে
আমি ডুবেছি বারে বারে।
বলতে পারিনি তোমায়
এ মনে লুকিয়ে রেখেছি কারে?
বলতে পারিনি তোমার হাসি
ঘুম কেড়েছে আমার রাতের।
বলতে...