...

15 views

তুমি নাই
আজ শূন্যতা ভরা মন আবেগি হৃদযে মুছে যাওয়া কোন শেষ কবিতার লাইন তুমি,
তুমি কোন নিস্তব্ধ শহরের শেষ পাখিটির গান,
তুমি হারিয়ে যাওয়ার কোন পুরাণের শেষ শ্লোক শেষ বন্দনা,
তুমি এখন ধুলো পড়া গিটারের শেষ সুর শেষ সেই গান,
আজো আমি মেনে নিতে পারিনি তোমার চলে যাওয়া তুমি নাই,
আমার বিধ্বস্ত মনে না জানা কতকথা শেষ রহস্যের বিদায়বেলায় সেই তুমি,
জানিনা এখন কেমন আছো তুমি নাই আসবেনা জানি,
ভেবেছ আমি তোমার মত নই আমি অন্যরকম হ্যাঁ আমি অন্য,
অন্যরকম বলে সত্যি কারের ভালোবাসা জানি,
আজ হাজার মনের হৃদস্পন্দন আমি হাজার নারীর চাওয়া,
আমি সত্যিকারে ভালোবাসা সত্যি রেখেছিলাম বলেই এমনটা,
যদি আমায় দেখে ঈর্ষা হয় যদি আমায় দেখে কাঁদো,
আমি তোমাকে ফেরাতে পারবো না আমি তোমাকে ছুঁতে পারব না আর,
আমি তোমাকে তো যেতে দিতে চাইনি আমি বহুবার বলেছি,
তুমিতো শোনোনি আমার কথা তুমিতো বোঝনি অবুঝ মনের ব্যথা,
আজ তুমি বারবার ঠকেছ তোমার কথা টি...