...

15 views

তুমি নাই
আজ শূন্যতা ভরা মন আবেগি হৃদযে মুছে যাওয়া কোন শেষ কবিতার লাইন তুমি,
তুমি কোন নিস্তব্ধ শহরের শেষ পাখিটির গান,
তুমি হারিয়ে যাওয়ার কোন পুরাণের শেষ শ্লোক শেষ বন্দনা,
তুমি এখন ধুলো পড়া গিটারের শেষ সুর শেষ সেই গান,
আজো আমি মেনে নিতে পারিনি তোমার চলে যাওয়া তুমি নাই,
আমার বিধ্বস্ত মনে না জানা কতকথা শেষ রহস্যের বিদায়বেলায় সেই তুমি,
জানিনা এখন কেমন আছো তুমি নাই আসবেনা জানি,
ভেবেছ আমি তোমার মত নই আমি অন্যরকম হ্যাঁ আমি অন্য,
অন্যরকম বলে সত্যি কারের ভালোবাসা জানি,
আজ হাজার মনের হৃদস্পন্দন আমি হাজার নারীর চাওয়া,
আমি সত্যিকারে ভালোবাসা সত্যি রেখেছিলাম বলেই এমনটা,
যদি আমায় দেখে ঈর্ষা হয় যদি আমায় দেখে কাঁদো,
আমি তোমাকে ফেরাতে পারবো না আমি তোমাকে ছুঁতে পারব না আর,
আমি তোমাকে তো যেতে দিতে চাইনি আমি বহুবার বলেছি,
তুমিতো শোনোনি আমার কথা তুমিতো বোঝনি অবুঝ মনের ব্যথা,
আজ তুমি বারবার ঠকেছ তোমার কথা টি স্টলে শুনি,
তোমার আর চারটে বয়ফ্রেন্ড তোমায় নিয়ে করেছে নিঠুর খেলা,
আমি বাঁধা দিয়েছিলাম বুঝিয়েছিলাম চেষ্টায় ছিলাম আমি,
এমন হবে তাও বলেছিলাম কিন্তু সেদিন বুঝনি তুমি,
আজ আমাকে একা করে দিয়ে আমার হৃদয়ে সিলমোহর দিয়ে বন্ধ করে গেছো,
আমার অনুভূতির সাথে বেইমানি করায় আমি আর কাউকে বিশ্বাস করিনি,
কিন্তু এখন বিশ্বাস করছি তুমি বোকা ছিলে আবারো কি তুমি পবিত্র হতে পারবে,
আবারো কি মানুষ তোমাকে সেই দৃষ্টিতে দেখবে তুমিতো জানো,
এখন অনেক দেরি হয়ে গেছে এখন আমি বড় একা,
একাকীত্ব আমার এক বিশ্বস্ত সঙ্গী আমি এতেই হতে চাই সন্ধি,
জীবনে একবার ঠকেছি বলে বারবার কেন,
আজও যখন তোমাকে হেঁটে যেতে দেখি মেইন রোডের রাস্তা ধরে,
বুকের বা পাশটা জ্বলে ওঠে বোকা মেয়ে তুই বুঝলি না,
তুমি চলে গেছো বলেই জীবন গুলো কষ্টে আছে,
তুমি চলে গেছো বলেই আমার মন খারাপ আছে,
হোক তা বহু যুগ বহুরাত বহুদিন তুমি আমাকে ঠকিয়েছো,
তুমি নিজে ঠকে গেছ এই যদি হয় বিধাতার উত্তর,
কি পেলে তুমি বলো না কেন এমন করলে তুমি আমি আজও বুঝিনি,
আজ আমি শুধু একটা জিনিস জানি তুমি চলে গেছো তুমি তো চলেই গেছো,
তুমি আর ফিরবে না তোমাকে ওরা ফিরতে দিবেনা,
রোজ আবাসিক হোটেলের বারান্দায় দাড়িযে একটু কাঁদো তুমি,
তুমি তো চলে গেছো তোমার দেহটা রয়ে গেছে সেই তুমি বহুৎ আগেই চলে গেছো,
আমাকে দুঃখ দিয়ে এই সুখ পাও তুমি তুমি বুঝলে না সময় থাকতে বুঝলে না,
তুমি তো চলে গেছো, তুমি নেই।
© All Rights Reserved