...

27 views

স্বাক্ষর
পথ ভুলে তুমি পাড়ি দিয়েছিলে,
নিরবধি আকাশের সন্ধ‍্যা তারায়ে।
রয়ে গেছে তার বিলুপ্ত স্বাক্ষর বৃক্ষের প্রতিটি পাতায়ে।
পৃথিবীর বুকে অক্ষত পদচিহ্ন,
যেইদিন হবে ক্লান্ত,
ঝরে যাবে সেদিন অজস্র ফুলের একটি পাপড়ি বৃন্দ।
কোনো এক নিঃস্তব্ধ বিকেলে যখন বইবে স্নিগ্ধতার বাতাস,
বর্তমান সেখানে বয়ে বেরাবে না অতীতের ইতিহাস।
যেদিন তুমি তুলবে তোমার সুরের তান,সেদিন কেউ আর গাইবেনা অমরত্বের গান।
সত‍্যের ঢেউএ যেদিন করবে তুমি স্নান,
পৃথিবীতে সেদিন রচিত হবে মানবতার এক পবিত্র স্থান।