সুখের ঠিকানা
---সুখের ঠিকানা---
আজ আমি এক গল্প শোনাই তোমায়,
সেই আছে না তিনতলা এক অট্টালিকা বাড়ি
মজুত সেথা জগৎ জোড়া যত
চাকর বাকর হীরা জহরত, টাকা ভরা আলমারি
সুখের খনি উপচে ওঠে সেথা,
গেলাস গেলাস হুইস্কি ফুরায় উথলে তুলে ফেনা
পরকীয়ার পৈশাচিকতা নিঃশব্দে কাঁদায়
শুন্য ইটের পাঁজর হতে শান্তি মেলে ডানা...
শুনতে পাওয়া যায় না সেথা কভু
চলকে ওঠা শিশুর মিষ্টি মধুর কলকলানি,
ইট পাথরের ওই কঙ্কাল,চকমকি তে সেজে
আড়াল করে যে প্রাণপনে যত বর্জ্য-গ্লানি...
দিনের আলো মিলিয়ে গিয়ে এল ঝড়ের রাত.
করল প্রমাণ আভিজাত্যের সুখের পায়রা ঠগ!
নিলাম হল বাড়ি-গাড়ি-আভরণ,
চাবি কোথায়! চাবি কোথায়! মনের ঘা দগদগ।
"নতুন চাবি কিনতে হবে যেমন...
আজ আমি এক গল্প শোনাই তোমায়,
সেই আছে না তিনতলা এক অট্টালিকা বাড়ি
মজুত সেথা জগৎ জোড়া যত
চাকর বাকর হীরা জহরত, টাকা ভরা আলমারি
সুখের খনি উপচে ওঠে সেথা,
গেলাস গেলাস হুইস্কি ফুরায় উথলে তুলে ফেনা
পরকীয়ার পৈশাচিকতা নিঃশব্দে কাঁদায়
শুন্য ইটের পাঁজর হতে শান্তি মেলে ডানা...
শুনতে পাওয়া যায় না সেথা কভু
চলকে ওঠা শিশুর মিষ্টি মধুর কলকলানি,
ইট পাথরের ওই কঙ্কাল,চকমকি তে সেজে
আড়াল করে যে প্রাণপনে যত বর্জ্য-গ্লানি...
দিনের আলো মিলিয়ে গিয়ে এল ঝড়ের রাত.
করল প্রমাণ আভিজাত্যের সুখের পায়রা ঠগ!
নিলাম হল বাড়ি-গাড়ি-আভরণ,
চাবি কোথায়! চাবি কোথায়! মনের ঘা দগদগ।
"নতুন চাবি কিনতে হবে যেমন...