...

3 views

অধিরোহণ
সেই কবে থেকে
হয়ে আছি বসে।
মোর কিছু হবে,
অধিরোহণ, ভবে।

আমার থেকে নিচে,
আমার চাইতে পিছে,
যে ছিলো মোর পাশে,
যায় আগে উল্লাসে।

আমি বসে আছি,
আমার অবস্থানে।
এমন একটি সুযোগ
হবে কি অবদানে?

হটাৎ দেখি ওরা,
পড়ে হলো সারা!
ভেঙ্গে চুরমার,
নেই তাদের কিনার!

আমি বসে ভাবি,
আমার অবস্থানে।
অধিরোহণ খুঁজছি।
লাগিবে কি জীবনে?

এস এ মার্শাল
১২/০২/২০২১