কেউ কি আছো?
এক যে ছিল উজ্জ্বল রাজ্য
সেই রাজ্যে ছিল সংস্কৃতি, সংস্কার।
তারপর সেই রাজ্যের হাত ধরলেন,
এক আঁধারের শীষ
যার মস্তিষ্কে ছিল গোছানো কূটনীতি,
এবং সিংহাসনের লোভ হলো তার অহংকার।
জন্মালো সেই রাজ্যে
রোজ এক নতুন ভয়
বাড়লো টাকার লালসা।
আর লুকোচ্ছে সব
চৌকাঠের পিছনে চুপকরার ভাষা।
যে আওয়াজ তোলে,
তার জিভ কাটা পড়ে!
এই রাজ্যে যেন,
গলা টিপে ধরছে আঁধার কালো।
মিছিল বেড়িয়ে শিক্ষা ডুবলো।
জ্ঞান আর আজ জ্ঞান নেই!
বোমা বাজি আম খবর!
অভিনয়...
সেই রাজ্যে ছিল সংস্কৃতি, সংস্কার।
তারপর সেই রাজ্যের হাত ধরলেন,
এক আঁধারের শীষ
যার মস্তিষ্কে ছিল গোছানো কূটনীতি,
এবং সিংহাসনের লোভ হলো তার অহংকার।
জন্মালো সেই রাজ্যে
রোজ এক নতুন ভয়
বাড়লো টাকার লালসা।
আর লুকোচ্ছে সব
চৌকাঠের পিছনে চুপকরার ভাষা।
যে আওয়াজ তোলে,
তার জিভ কাটা পড়ে!
এই রাজ্যে যেন,
গলা টিপে ধরছে আঁধার কালো।
মিছিল বেড়িয়ে শিক্ষা ডুবলো।
জ্ঞান আর আজ জ্ঞান নেই!
বোমা বাজি আম খবর!
অভিনয়...