নারীরূপ
তাকিও না অমন করে কাজলটানা চোখে
হৃদয় ছট ফট করে, তোমার এই দৃষ্টিতে,
তোমার এই কেশরাশি উড়িয়া বেড়ায়
তারই মধ্যে রজনীগন্ধা হাবুডুবু খায়।
হেসো না তুমি অমন করে রাঙা ওই ঠোঁটে
তুমি হাসলে আমার যেনো লজ্জা লাগে মনে,
তোমার এই বদনখানি চাঁদের মতো
চারিদিক প্রেমময় তোমারই মতো।
তোমার এই বক্ষমাঝে পুষ্পমালা দোলে
মালা'তে যে পুষ্প গুলো আনন্দে নাচে,
তোমার এই কোটি দেশ মেঘের ন্যায় কোমল
কোটি দেশে বাজু যেনো আনন্দে ব্যাকুল।
তোমার এই পদযুগল রক্ত আলতায় রাঙা
তারই মধ্যে ঘুঙুর যেনো আনন্দে দিশাহারা,
তোমার এই রূপে আমি মুগ্ধ হয়েছি।
তোমার এই দেহে আমি স্পর্শ করিতে পারি?
© kunal's Pen
হৃদয় ছট ফট করে, তোমার এই দৃষ্টিতে,
তোমার এই কেশরাশি উড়িয়া বেড়ায়
তারই মধ্যে রজনীগন্ধা হাবুডুবু খায়।
হেসো না তুমি অমন করে রাঙা ওই ঠোঁটে
তুমি হাসলে আমার যেনো লজ্জা লাগে মনে,
তোমার এই বদনখানি চাঁদের মতো
চারিদিক প্রেমময় তোমারই মতো।
তোমার এই বক্ষমাঝে পুষ্পমালা দোলে
মালা'তে যে পুষ্প গুলো আনন্দে নাচে,
তোমার এই কোটি দেশ মেঘের ন্যায় কোমল
কোটি দেশে বাজু যেনো আনন্দে ব্যাকুল।
তোমার এই পদযুগল রক্ত আলতায় রাঙা
তারই মধ্যে ঘুঙুর যেনো আনন্দে দিশাহারা,
তোমার এই রূপে আমি মুগ্ধ হয়েছি।
তোমার এই দেহে আমি স্পর্শ করিতে পারি?
© kunal's Pen