আমি
আমি কবি নই তবু কবিতা লিখে যাই,
আমি কোন উপন্যাস নই আমার জীবনটাই উপন্যাসের প্রতিটি পাতা,
আমি কোন গায়ক নই তবু গান গেতে ভালোবাসি,
আমি কোন সুরকার গীতিকার সাহিত্যিক নই তবু এগুলো কেন যেন
আমি লিখে যাই,
আসলে আমি কোন অভিনেতা নই তবু জীবনের প্রতিটি বাঁকে আমায় অভিনয় করে যেতে হয়,
আমি আসলে শুধুই আমি,
আমি আজও নিজে জানি না আমি কে কি আমি,
আমি কোনো প্রেমিক নই আমি সম্রাট শাহজাহান বা প্রেমিক মজনু নই,
তবু আমি বারবার প্রেমে পড়ে যাই কখনো বা প্রকৃতি কখনো বা নারীর,
আমি ফিল্মের শাহরুখ খান নই তবু আমি যথেষ্ট রোমান্টিক,
আমি জীবনে হারাতে শিখেছি শিখেছি হেরে যেতে বুকে কষ্ট জমা নিয়ে,
কাব্য কবিতা গান লিখে গেছি আমার ভালোবাসার আবেগ কোনভাবেই মাউন্ট এভারেস্টের ছোট নয়,
আমি আসলে সাহিত্যমনা একজন মানুষ,
আমার ভেতর বাস করে কয়েকজন একজন গান লিখে একজন শুরু করে আরেকজন কবিতা লেখে আর অন্যজন গান গায়,
আমার এই স্বভাবটা আমি পাল্টাতে পারছিনা ধীরে ধীরে এটি আমার অভ্যাসে পরিণত হচ্ছে,
দিন যাচ্ছে কষ্ট গুলো বাড়ছে এস্ট্রেতে ছাই জমছে লেখার কাগজ গুলো ফুরিয়ে যাচ্ছে,
গিটারের স্ট্রিং খোয়ে খোয়ে যাচ্ছে আর পিয়ানোর বোতামে আঙ্গুলের ছাপ লেগে যাচ্ছে,
আবার অবসাদ অবসর বা ক্লান্ত কোনো মুহূর্ত আমি শুধু আমার লেখা ও আমার করা সংস্কৃতি কে দেই,
আমি জীবনে বহুবার ঠকেছি জিতেছি ও কয়েকবার তবে আমি অনেক বেদনা নিয়ে বসবাস করি,
হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন মানুষ সমান নয়,
সবাইতো আর তোমাকে বুঝবে না সবাই তো আর নির্স্বার্থ নয়,
...
আমি কোন উপন্যাস নই আমার জীবনটাই উপন্যাসের প্রতিটি পাতা,
আমি কোন গায়ক নই তবু গান গেতে ভালোবাসি,
আমি কোন সুরকার গীতিকার সাহিত্যিক নই তবু এগুলো কেন যেন
আমি লিখে যাই,
আসলে আমি কোন অভিনেতা নই তবু জীবনের প্রতিটি বাঁকে আমায় অভিনয় করে যেতে হয়,
আমি আসলে শুধুই আমি,
আমি আজও নিজে জানি না আমি কে কি আমি,
আমি কোনো প্রেমিক নই আমি সম্রাট শাহজাহান বা প্রেমিক মজনু নই,
তবু আমি বারবার প্রেমে পড়ে যাই কখনো বা প্রকৃতি কখনো বা নারীর,
আমি ফিল্মের শাহরুখ খান নই তবু আমি যথেষ্ট রোমান্টিক,
আমি জীবনে হারাতে শিখেছি শিখেছি হেরে যেতে বুকে কষ্ট জমা নিয়ে,
কাব্য কবিতা গান লিখে গেছি আমার ভালোবাসার আবেগ কোনভাবেই মাউন্ট এভারেস্টের ছোট নয়,
আমি আসলে সাহিত্যমনা একজন মানুষ,
আমার ভেতর বাস করে কয়েকজন একজন গান লিখে একজন শুরু করে আরেকজন কবিতা লেখে আর অন্যজন গান গায়,
আমার এই স্বভাবটা আমি পাল্টাতে পারছিনা ধীরে ধীরে এটি আমার অভ্যাসে পরিণত হচ্ছে,
দিন যাচ্ছে কষ্ট গুলো বাড়ছে এস্ট্রেতে ছাই জমছে লেখার কাগজ গুলো ফুরিয়ে যাচ্ছে,
গিটারের স্ট্রিং খোয়ে খোয়ে যাচ্ছে আর পিয়ানোর বোতামে আঙ্গুলের ছাপ লেগে যাচ্ছে,
আবার অবসাদ অবসর বা ক্লান্ত কোনো মুহূর্ত আমি শুধু আমার লেখা ও আমার করা সংস্কৃতি কে দেই,
আমি জীবনে বহুবার ঠকেছি জিতেছি ও কয়েকবার তবে আমি অনেক বেদনা নিয়ে বসবাস করি,
হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন মানুষ সমান নয়,
সবাইতো আর তোমাকে বুঝবে না সবাই তো আর নির্স্বার্থ নয়,
...