...

22 views

আমি
আমি কবি নই তবু কবিতা লিখে যাই,
আমি কোন উপন্যাস নই আমার জীবনটাই উপন্যাসের প্রতিটি পাতা,
আমি কোন গায়ক নই তবু গান গেতে ভালোবাসি,
আমি কোন সুরকার গীতিকার সাহিত্যিক নই তবু এগুলো কেন যেন
আমি লিখে যাই,
আসলে আমি কোন অভিনেতা নই তবু জীবনের প্রতিটি বাঁকে আমায় অভিনয় করে যেতে হয়,
আমি আসলে শুধুই আমি,
আমি আজও নিজে জানি না আমি কে কি আমি,
আমি কোনো প্রেমিক নই আমি সম্রাট শাহজাহান বা প্রেমিক মজনু নই,
তবু আমি বারবার প্রেমে পড়ে যাই কখনো বা প্রকৃতি কখনো বা নারীর,
আমি ফিল্মের শাহরুখ খান নই তবু আমি যথেষ্ট রোমান্টিক,
আমি জীবনে হারাতে শিখেছি শিখেছি হেরে যেতে বুকে কষ্ট জমা নিয়ে,
কাব্য কবিতা গান লিখে গেছি আমার ভালোবাসার আবেগ কোনভাবেই মাউন্ট এভারেস্টের ছোট নয়,
আমি আসলে সাহিত্যমনা একজন মানুষ,
আমার ভেতর বাস করে কয়েকজন একজন গান লিখে একজন শুরু করে আরেকজন কবিতা লেখে আর অন্যজন গান গায়,
আমার এই স্বভাবটা আমি পাল্টাতে পারছিনা ধীরে ধীরে এটি আমার অভ্যাসে পরিণত হচ্ছে,
দিন যাচ্ছে কষ্ট গুলো বাড়ছে এস্ট্রেতে ছাই জমছে লেখার কাগজ গুলো ফুরিয়ে যাচ্ছে,
গিটারের স্ট্রিং খোয়ে খোয়ে যাচ্ছে আর পিয়ানোর বোতামে আঙ্গুলের ছাপ লেগে যাচ্ছে,
আবার অবসাদ অবসর বা ক্লান্ত কোনো মুহূর্ত আমি শুধু আমার লেখা ও আমার করা সংস্কৃতি কে দেই,
আমি জীবনে বহুবার ঠকেছি জিতেছি ও কয়েকবার তবে আমি অনেক বেদনা নিয়ে বসবাস করি,
হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন মানুষ সমান নয়,
সবাইতো আর তোমাকে বুঝবে না সবাই তো আর নির্স্বার্থ নয়,
অনেকেই কষ্ট দিয়েছে কষ্টগুলো বুকে জমা রেখে সাহিত্যজগতে পদার্পণ করি,
যে সুখ গুলো পেয়েছি তাকে পুঁজি করে গল্প লিখে চাই লিখে যায় কবিতা সাহিত্য,
আমি থামতে চাইনা আমি ইজি চেয়ারে বসে ভাবনায় ডুবে যাওয়া মানুষ নই,
আমি বাস্তবে অনেক বাস্তববাদী,
আমি দেখেছি প্রতিকূলতা ও প্রতিহিংসা,
জীবনে আমার অনেক অভিজ্ঞতাই আছে,
ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি কয়েক বছর হল ছাত্রজীবনে ছিলাম কিছুটা অমনোযোগী,
ছিলাম কিছুটা আনমনা আবেগি ধর্মভীরু মানুষ,
আমি ঘুরতে অনেক পছন্দ করি অনেক দেশ ভ্রমণ করেছি করে যাব,
সময় যখন একঘেয়ে হয়ে যায় তখন আমি ঘুরতে বের হই,
আমার আমি কে আজও আমি খুঁজে পাইনি,
হাতরে বেড়াই আমি আমাকে অনেক আলোর ভিড়ে,
সে আলোর গল্পরা অন্যরকম অন্য স্বাদের বা কোন ভিন্নজগতের,
আমার মত মানুষ আমি আর দুটি খুঁজে পাইনি পেতে চাই ও না,
কারণ আমি যথেষ্ট ইউনিক থাকতে চাই রয়ে যাব,
কখনওবা রংতুলিতে আমি কোন বিকেলের দৃশ্য আকি বা কোন তারা ভরা রাত,
ছবি আঁকতে তেমন পটু নই তবু ছোটবেলায় অনেক অ্যাওয়ার্ড পেয়েছি,
আমার ভেতরের সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা অনুভূতিতে প্রকাশ পায়,
আমার মনের মাঝে বাস করে কোন এক লেলিন বা কোন ভিঞ্চি তা নয়,
আমি শিল্পমনা শিল্পকে ভালোবাসি শৈল্পিক বিপ্লব ঘটাতে কাজ করে যাচ্ছি,
আমি যথেষ্ট অভিমানী তবে ভেতরে ভেতরে সামনে কিছু বলবো না কিন্তু আমায় খুজে পাবেনা,
আমি বারবারই হারিয়ে গেছি আমি বারবারই চেনা সেই পথ ফেলে উল্টো পথে হেঁটেছি,
আমার আবেগ তুমি বুঝে নিও আমার মন তুমি বুঝে নিও চাইনি কাউকে ভুলে যেতে,
ভালোবেসেছি পৃথিবী কে মানুষকে স্রষ্টার সৃষ্ট প্রতিটি বস্তু কে কারণ আমি জীবন ভালোবাসি,
আমি কারো অধীনে কাজ করতে পছন্দ করি না আমার কর্ম জীবনে আমি পুরোটাই স্বাধীন,
পরাধীনতাকে মেনে নেওয়ার অভ্যাস আমার নেই আমি জন্মেছি স্বাধীন তাই, আমি জীবনে বহু পথ হেটেছি কয়েক সমুদ্র পার হয়েছি,
আমার অভিজ্ঞতার ঝুলি কম নয় সেই আলোকে আমি আলোকিত করে যাই আমার পৃথিবী,
আমার পৃথিবীতে অনেক হয়েছে বৃষ্টি বলছে ঝড় বা এসেছে মধুর বসন্ত,
আমার জীবন কথা অনেক বৈচিত্র্যময় ওটা আমি তোমাদের পরে বলব,
এখন শুনে নাও আমি কেমন আমি তো তোমাদেরই লোক তোমাদেরই ভাই তোমারি আপন জন,
আমাকে মনে রেখো ভুলনা কখনো যেন আমাকে,
আমি তোমাদের জন্য রেখে যাব ভালোবাসা অনন্তকাল,
যদি ভালোবাসো এই আমাকে।






© All Rights Reserved