...

2 views

কবিতা: শরতের বর্ষা
কবিতা: শরতের বর্ষা

ঝর ঝর বৃষ্টির উৎপাত
দিন কয় চলছে দিনরাত
কোথাও কোথাও হয়ে গেছে
জল জমা ,বন্যার সূত্রপাত
শাওন রাতে যদি
গান গাওয়া নেই আজ
কেননা ভাদ্রের শেষ পাদ
তাই সেই বর্ষার নেই স্বাদ
থাকলেও কিছুটা বর্ষার রূপ সাজ
বর্ষার বাজনা...