...

6 views

ভালো আছি
যারা বৃষ্টিতে হেঁটেছিল দুদন্ড আমার সাথে,
মাঝপথ অবধিও এগোনো হলোনা
হাত ছেড়ে গিয়েছিল তারা,
অসংখ্য অজুহাত খাড়া
বলেছিল "ভেসে যা মরা মাছের মত বহমান সময় স্রোতে" -
তারা সবাই আজ কেমন আছে?
আমি তো বেশ ভালোই আছি -
শুধু অন্ধকারের বুকে শূন্যতা মাপি
ভালো থাকার মুখোশ কিনে সাজিয়ে রাখি
সেই মুখোশ খুলে কেনা বেচা করি
পৃথিবীর কাছে আমি বেশ ভালো আছি।

© RupkathaBhowmick