...

4 views

ঠিক রোজ রাত 3 টাই
ঠিক রোজ রাত 3 টাই
ঠক-ঠক শব্দে ঘুম ভেঙ্গে যায়
চোখের পালকে কড়া নাড়ে যেন কারা ?
চোখ খুলে দেখি উদাসীন চেহারায় দাড়িয়ে আছে,
ভালবাসার হারিয়ে যাওয়া মুহূর্তরা।
ঘরে ঢুকেই তারা আমাকে জড়িয়ে ধরে, কেমন আছি.....তা জানতে চাই !!

পাশে বসে তারা,
পুরনো, মাকড়সার জাল বোনা, ধুলায় ভরা স্মৃতিদের গল্প শোনায় !!
মৃদু স্বরে বেজে ওঠা গীটার এর সূর.....!
আঙ্গুলে আঙ্গুল ঠেকলেই বুকে দুর-দুর....!!
টিমটিমে নীলচে রঙে ঘর ভরা আলো....!
বাইরে কনকনে ঠান্ডা অন্ধকার কালো....!
লিপস্টিক এ রাঙানো ঠোঁট, চোখে ধেবড়ে যাওয়া কাজল....!
কপালে সরে যাওয়া টিপ, এলোমেলো...