...

10 views

আঁকতে পারি
আমি আঁকতে পারি ছবি আঁকতে পারি সবই আঁকতে পারি ভোরের আকাশ উদিত লাল রবি। আঁকতে পারি পাখির ডানা ফুটন্ত যত ফুল আঁকতে পারি প্রজাপতি নদীর দুটি কুল। আঁকতে পারি সবুজ বৃক্ষ কচি কচি ডাল পালা আঁকতে পারি সিন্ধু সাগর ঝরনা ও নদী নালা। আঁকতে পারি খোলা মাঠে সোনালী ধানের গুচ্ছ আঁকতে পারি ময়ূর পাখির নানান রঙের পুচ্ছ।