...

16 views

ঘর বাঁধা
ঘর বাঁধা খুব শক্ত
তা ও, আমায় সঙ্গে নিয়ে।
শুধু উষ্ণ মনের স্পর্শ তো নয়,
আঁচড় গুলো ও সঙ্গে আছে।
ঠোঁট ভেজানো চুমুর পাশে
আমার রাগের আগুন আছে।
রুক্ষ প্রেমের - স্পষ্ট ভাষা,
রূপকথা হীন ভালোবাসা,
তীব্রভাবে বাস্তবতায়
সময়গুলো ও কুঁকড়ে আছে।
অভাব নেই তোমার চোখে -
আবেগ মাখা স্বভাবে;
যতই কঠিন হাঁটার পথ
ধূসর, ফাঁকা পকেটে।
তবুও তুমি গুছিয়ে থাকো,
আমার 'আমি' আগলে রাখো -
তোমার সবটুকু প্রেম দিয়ে।
ঘর বাঁধা খুব শক্ত
তা ও, আমায় সঙ্গে নিয়ে।

© জিপ্`সি
১১ই মার্চ ২০২০