...

2 views

কালের নিয়ম
সোনার পাখি আজও
ইংরেজি খাঁচায় বন্দী
মস্তিষ্কের জটিলতা
আজও বিছিয়ে রয়েছে জাল
অন্যের গল্পে কান রেখে
আজও হারায় সত্যি, অসত্যের ভীড়ে।
আজও ফাঁদে পড়ে,
মোড়ে মোড়ে দাঁড়িয়েছে
বিশ্বাসঘাতকের দল।
নীরব করতে সত্য নিয়েছে
টাকার বিলাসিতা
শুনেছি, সে নাকি অন্য লোভ।
মোহের দ্বারে পিট ঠেকিয়ে
শেষে দাঁড়ায় ভয়ের রোগ।
যারা করে প্রতিবাদ,
তাঁদের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরই লোক।
না বাঁচে সেখানে বিশ্বাসের নীড়,
না বাঁচে সেখানে মনুষ্যত্বের বীজ।
মানসিকতা বদলেও
বদলায়নি সেই নিয়ম
ভাগ করে, শাসন করার জোর!
আজও আমরা কারোর,
পায়ের তলার ধুলো....
কারণ পাল্টে যায়নি
আমাদের কূটনীতির রক্তবীজ
পাল্টায়নি মানুষের জটিলতা
এই জটিলতায় মোড়ানো সমাজের মানসিকতা
এই হলো সেই ইংরেজদের উপহার
উপহারের ব্যবহার এবং সাধারনিকরণ
© KALAMKIDIWANI