...

4 views

আমি
"আমি"- বড়োই প্রিয় এই শব্দ সবার,
অপরিচিত পৃথিবীতে
বড়োই পরিচিত মানবাত্মার ।

জীবনযুদ্ধের চিরকালীন সঙ্গী,
ছেলেবেলায় " আমি " রূপকথার গল্প আর লুঠতরাজ সর্বনাশায় বন্দী।

"আমি" র সঙ্গে কল্পনার ৫০-৫০ ভাগ,
রাতে আবার স্বপ্ন দেখায় বীর যুবরাজ।

মা বাবার হাত ধরে বেড়ে ওঠা "আমি",
মনে মনে ভাবে
সমস্ত পৃথিবীটাকে জানি।

পড়াশোনার প্রতি রাগ আর ভালোবাসা,
কখনো বা এই "আমি"র গান আর গোয়েন্দা গল্পের প্রতি অল্প একটু নেশা।

সকল প্রতিকূলতার সাথী এই "আমি",
স্বপ্ন সত্যি করতে দূরদূরান্তে দেয় পাড়ি।

কখনো এই "আমি"র দুর্দান্ত দক্ষতায় ,
সকলকে হারিয়ে দেওয়ার জয়।
কখনো বা কঠিন পরিস্থিতিতে
"আমি"র কাছেই হেরে যাওয়ার ভয়।

বোধ হয় এই " আমি "র
ছোটোবেলাই ছিল ভালো,
গাঢ় অন্ধকারেও আছে "আমি"র বেরিয়ে আসার ক্ষীণ আলো।
---- Invaluable Writer © All Rights Reserved