...

4 views

মেঘ ও হৃদয়ের কথা
~~~মেঘ ও হৃদয়ের কথা~~~~
© প্রসেনজিৎ ঘোষ

একটা হৃদয়
ক্ষতবিক্ষত -
আঘাতে আঘাতে রক্তময়।
তবুও আকাশ সমান ভালোবাসা
বন্দী কি করে জানতো না কেউ।
মেঘ কিছুটা ঝরবে বলেই
ভালোবাসা বাকিতে নিল আবার করে।
ঝরলো সেও বাদল রাতে অঝোর ধারায়
রিক্ত হলো।
তবু কেউ ভিজলো না সেই নিঝুম রাতে।
জানালা গুলো বন্ধী...