...

6 views

হারালে কোথায়
হারালে কোথায় কোন অজানার তেপান্তরে,
ভালবাসা আরাল করে না জানি কত কি অভিমানে,
তুমিই ত বলে ছিলে ভালবেসে যাবে চলে যাবে না কখনো আমায় ছেরে,
তুমি ত কথা রাখনা তুমি ত মনে রাখ না কেন এমন কি কারনে,
আমি তোমায় ছারা আজ অন্ন এক ভুবনে,
আমার অচেতন মন হাজার বাহানা খুজে তোমায় ফিরে পেতে,
তুমি ত বলে ছিলে আমায় ছারবে না আমার ভুল গুলি ফুল করে ফুটাবে,
কেও কথা রাখল না তাই বলে কি তুমিও,
আজ একা বসে জোছনার গল্প সুনি রাত এর তারা দের সাথে কথা বলি,
কবি মোন আজ উতলা হয় আমার তোমার মুরছনা তে,
তুমি অভিমান করেছ কিন্তু তুমি তো ভালবেসেছ,
শিখিয়া গেলে আমায় কিভাবে ভালবাসব তোমাকে,
তোমার উশ্ন বুকে মৌনতার ছবি একে ছিলাম সেই বিকেলে,
তুমি চাইতে আমি যেন তমার সপ্ন পুরুষের রুপে তোমায় ভালবেসে,
তোমাকে কাছে এসে ভালবেসে আপন করি এই নিস্তব্ধ রজনিতে,
কোন এর দমকা হাওয়া, কোন এক অজানা ঝরে,
তোমায় হারিয়ে ফেলে আজ আমি একা বর একা বসে,
তোমায় নিয়ে কত না আশা কত না ভালবাসা তুমি কি বুজলে না,
আমার আপন ছিল কে তুমি ছারা কারে আমি কাখিতাম মোর হ্রিদয় মাঝে,
বড বেশি ভালবাসিরে তোরে তুই বুঝলি না আমারে,
অভিযোগ অভিমান জদি ভালবাসার চেয়ে ভাল লাগে কেন ভালবাসলি মোরে,
কেন তোর নাম লেখা আমার আত্তার অন্তরে,
তোর ভালবাসা আমার জন্ন ঠিক ছিল বোলে ভালবাসাতাম তোকে রাত দিন ভোরে,
তোর কোমল মনে যেন কোন দাগ না লাগে তার জন্য কত কি রে,
আমার ভালবাসা তাকে বাধিত ত্রিপ্তি মম তরে,
তার অভিমান যদি বেশি ভারি হয় আমার ভালবাসার চেয়ে,
কি মুল্ল দিল ভালবাসা প্রেম প্রনয়ণ এ