...

13 views

নষ্ট জীবন
যা পেয়েছি,চাইনি কখনো
পাইনি যা তার কষ্ট
বাইরে থেকে গোছানো জীবন
ভেতর থেকে নষ্ট

একলা বিকেলে,বন্ধ ঘরে
কত ইচ্ছে পিছু ডাকে
আমার কথা কেই বা ভাবে
বলবো এসব কাকে।

দিনগুলি সব ধুঁকছে যেন,
রাত কাটে বিনিদ্র
হাজার আলোর মাঝেও মনের
আঁধার যে নিশ্ছিদ্র।

কালি হয়ে ফুটছে খাতায়,
বুকের জমাট রক্ত
অনেকদিনের বাকি হিসেব
বোঝা বড়ই শক্ত।

এ হিসেব বোঝা বড়ই শক্ত।

© Anubhab Mowar(Gumnaam Lekhak)