...

10 views

নানু বাড়ি
আমার নানু বাড়ি আমার শৈশবকাল কেটেছে কত না মধুর বিকাল,
আমি বর্ষা মাসে যখন ছুটে যাই সকল বিল পুকুর রয় পানিতে টইটুম্বুর,
বর্ষা মাসের ছুটির দিনে বিলে মাছ ধরা, কাজিন দের নিয়ে বড় বিলের চরে পিকনিক,
আহা কি মজা আহ কি আনন্দ প্রকৃতির রূপ মাধুর্য ও ভালোবাসায় নিজেকে বিলীন করে দেওয়া,
আজও সেই আনন্দ রয়ে গেছে যখন নানুবাড়ি বেড়াতে যাই,
সন্ধ্যেবেলায় গ্রামের বন্ধুদের নিয়ে চায়ের আড্ডায় ডুবে যাওয়া,
সেই বাল্যকাল থেকে আজ পর্যন্ত একই রয়ে গেছে আমার নানু বাড়ি,
নানা নেই বেঁচে নানু আছে আছে চার মামা,
ফ্যামিলির সদস্যদের নিয়ে ভালই কাটে দিন গুলো,
অনেকগুলো কাজিন মিলে যখন কোন কিছু করি মনে হয় যেন আনন্দের মিছিলে হারিয়ে পড়ি,
আমাদের নানু বাড়ির সব সময় থাকে উৎসবমুখর আমি সেখানে প্রাণসঞ্চার করি,
আমার ভালো লাগে বৃষ্টি ভেজা বর্ষা রাত নানু বাড়ির ডাকবাংলো এ কাটানো রাত,
রাতেরই আধারে যখন জোনাকগুলো জ্বলে,
আর বৃষ্টির ধুন টিনের চালে পরে আমার তার কথা খুব মনে পড়ে,
নানু বাড়ির বর্ষার দিনগুলো আর রাতগুলো আমার সুখে কাটে,
শীতের দিনে নেই তো নানু বাড়ির জুরি মামাদের বাসায় চলে পিঠা-পায়েসের রকমারি,
শীতের সকাল আর মিষ্টি দুপুরগুলো নানু বাড়ির যায় না তো ভোলা কখনো,
কোন এক শীতের রাতে গরম চা হাতে ছোটমামার বাড়ির ছাদে,
বা গ্রামের বিস্তার মাঠে বন্ধুদের সাথে শীতের বিকেলে ক্যাম্প ফায়ারে,
আহা কি আনন্দ কি অনুভুতি শিহরিত করে মোর দিবানিশি,
নানা আমার নেই বেঁচে রেখে গেছেন অনেক কীর্তি শুনেছি তিনি ছিলেন ঘাটাইলের এমপি,
আমার কাজে কর্মে আদর্শ মানি নানাকে,
তার সুনাম রয়ে যাবে যে শত বছর ধরে,
আমাদের নানু বাড়ির আছে অনেক ঐতিহ্য অনেক লোক কথা,
অভিজাত বংশ বলে সবাই করে গ্রামের মাতাব্বরি,
ওই গ্রামে তে রয়েছে আমার বাবা ও আমার সুপরিচিতি,
আমার নানু বাড়ি অনেক স্মৃতি মধুর ও নৈসর্গিক এলাকা,
আমার আরো ভালো লাগে গ্রীষ্মের ছুটিতে আম কাঁঠাল খেতে,
ছুটে যাই মামা বাড়িতে লিচু বাগান এর বাৎসরিক দাওয়াতে,
সব কাজিন মিলে করি হৈ-হুল্লোড় আমাদের মধ্যে অনেক নিবিড় ভালোবাসা,
নানু বাড়ি কে উপভোগ করি আজও ছোটবেলার মতো,
গ্রামের মেঠো পথ ধরে হারিয়ে যাওয়া যায় যাওয়া যায় জলাশয়ে মাছ শিকারে,
আমার নানু বাড়ি আমার অনেক আনন্দ স্মৃতির সাক্ষী,
যখনই পেয়েছি ছুটি পেয়েছি অবসর ছুটে গিয়েছি আমার ভালোবাসার নানুবাড়িতে,
ধলাপাড়া গ্রামটি আজও আছে কিংবদন্তী হয়ে এটি আমার নানু বাড়ি,
আমার সুখ অনুভূতি ও স্মৃতির এক স্থান নানু বাড়ি যা কখনো যাবে না ভোলা,
তাই খুব ভালোবাসি আমার নানু বাড়ি।







© All Rights Reserved