...

20 views

মনে আছে...
মনে আছে, সেই দিন?
যে দিন এসেছিলে....
তুমি আমার কাছে।

মনে আছে, সেই দিন?
যেদিন রেখেছিলে....
তুমি আমার হাতে হাত।

নাঃ! মনে নেই তো?
জানি মনে থাকবেনা।।

কারণ সেদিন তোমার-
শরীর আমার কাছে থাকলেও;
মন তো আমার কাছে ছিলোনা ।


© nightstars9046