মোহ মায়া
তোমার মনে গহন কোনে
আজ ও পথ হারাই
আধো আলো ছায়ায়
কিম্বা ভোরের কুয়াশা মাখা-
শুধু স্বপনে তোমার মোহমায়ায় ।
কেন কে জানে ...
আজ ও পথ হারাই
আধো আলো ছায়ায়
কিম্বা ভোরের কুয়াশা মাখা-
শুধু স্বপনে তোমার মোহমায়ায় ।
কেন কে জানে ...