দেহদান
যখন বেঁচে থাকাটাই হয় জীবন,
তবে কেন আর পিছুটান?
মরণের স্বাদ পেলেও পূর্ণ হবে,
অসফল এই অপূর্ণ জীবন!
বেঁচে আছি মরণের সাথে,
নিজেকে নিয়ে শত সংশয়ে!
পাপবোধ জাগে মনে বারবার।
তাই ভাবি, সফলতা চাই,
যদি লেগে যাই কারও উপকারে!
যে মৃত্যুতে থাকে মুক্তির হাতছানি,
সে মৃত্যু আদতে কোনও মৃত্যু নয়!
একদিন এভাবেই দূর হবে,
আমার জীবনের যতসব সংশয়।
তবুও ভেবে যাই রাতদিন বারবার,
মনে শত আশা শুধু বেঁচে থাকার!
যে জীবনের ভার মরণের সমান,
মরণকে বেছে নিয়ে বিদ্ধ হোক মুক্তির বাণ!
তবুও শান্তি মেলে, জীবন সঁপে দেবো বলে,
সার্থক হবে জীবন, মুক্তির সাথে সাথে,
যোগ দেবো জাতির কল্যানের দলে!
© @sanart89
তবে কেন আর পিছুটান?
মরণের স্বাদ পেলেও পূর্ণ হবে,
অসফল এই অপূর্ণ জীবন!
বেঁচে আছি মরণের সাথে,
নিজেকে নিয়ে শত সংশয়ে!
পাপবোধ জাগে মনে বারবার।
তাই ভাবি, সফলতা চাই,
যদি লেগে যাই কারও উপকারে!
যে মৃত্যুতে থাকে মুক্তির হাতছানি,
সে মৃত্যু আদতে কোনও মৃত্যু নয়!
একদিন এভাবেই দূর হবে,
আমার জীবনের যতসব সংশয়।
তবুও ভেবে যাই রাতদিন বারবার,
মনে শত আশা শুধু বেঁচে থাকার!
যে জীবনের ভার মরণের সমান,
মরণকে বেছে নিয়ে বিদ্ধ হোক মুক্তির বাণ!
তবুও শান্তি মেলে, জীবন সঁপে দেবো বলে,
সার্থক হবে জীবন, মুক্তির সাথে সাথে,
যোগ দেবো জাতির কল্যানের দলে!
© @sanart89