...

4 views

সেদিনের আয়োজনে
সত্ত্বর এমনে নামহীন হতে হবে –
যাতে আমার দেহও দেখিতে
বরাত না হয় কোনো বিচলিত মানুষের,
আখের বাকলে ঠ্যাং ঝোলা কোনো ফড়িঙের,
পাবনে বাদায় উঠতি সৌম্য আমনের;
সেই যজ্ঞাকাশে, যখন মধ্যাহ্ন ও মধ্যরাত্র
ভিন্ন তো নয় আমার অবাধ দৃষ্টিতে;
শকুনও দরদে আহুতি দিয়ে উঠে যাবে –
চাহিবে না এই গূঢ় কালচে পিন্ডগুলির দিকে,
কয়েক টুকরো শুকনো গোলাপী ছালে –
মৌচাকের ন্যায় কালসিটে ছোপ
লেগে আছে যাতে।
না হয় বাংলার রাজপথে,
অথবা রেলের বগির দাঁতে,
যদি নাও যাই দড়ি-ছুঁড়ি বহু আছে;
কিম্বা...