...

3 views

নিশি জাগা প্রদীপের আলো


নিশি জাগা প্রদীপের আলোয়,
জেগে থাকে কে যেন সে একা,
চুপচাপ সে তাকিয়ে রয়,
অচেনা সে পথে দেখা।

তার চোখে জল ভাসে,
জীবনটা বুঝি বড় মিছে,
স্বপ্নগুলো চুপিচুপি কাঁদে,
হাওয়ায় হারায় সব কথা।

রাত্রির...