...

5 views

রাত জাগা
তার কথা ভেবে ভেবে রাত জাগা আর গান গাওয়া,
স্মৃতির পাতায় তার যে ছবি আকা তার কোমল স্পর্শ মনে পরা,
রাতের আধার এ নিসচুপ চাদ কে দেখে কল্পনা করা,
আর পুরনো দিন এর সেই গান গুলোর সুরে হারিয়ে যাওয়া,
তার মনে যে ছিল আরও কিছু কত কথা কত অভিমান,
যে দিন সে বলে ছিল ভালোবাসি তোমায়,
সে ছিল পহেলা ফাল্গুন এর এক বিকেল বেলা,
সে বেলায় আমার তার দেখা হওয়া সেই বট তলা,
কত না সুন্দর কত না মুধুর ছিল সেই বিকেলে বেলা,
শুধু সে নেই আমার গীটার টা আর বাজে না বট তলায়,
আজ সে আছে অনেক দুরে অন্ন কারও কথা ভেবে তার যায় দিন,
আমার কি আর কিছু আসে যায় তার রেখে জাওয়া ভালবাসায়,
নিস্তব্ধতার রাত গুল বুকে আমার খত চিন্ন হয়ে রেখে যায়,
তার সাথে কেটে যাওয়া প্রতিটি দিন প্রতিটি বছর,
আমার স্মৃতি পটে আজও অনেক নতুন মনে হয়,
আজ বারটি বছর পরে তার কথা ভুলে যেতে রাত জাগা,
ভুলতে পারিনা নিলাঞ্জনার নিল চোখ আর কোমল ওই ঠোট,
তার নিল শারি আর রেশ্মি চুরি আমার রাত এর ঘমু,
আজও কেরে নেয়, আজও আমার হ্রিদয় তার টানে কাদে,
রাত এর আকাশে লক্ষ তারা আলো দিয়ে যায় আমার আধার ঘরে,
আমি জেগে রই গভির রাত এর নিস্তব্ধতা কে সাথে নিয়ে,
নিস্তব্ধতা আমার সয়ন সংগি,
রাত এর মাধুর্য মোর শুন্নতার পালংক,
যখন রাত শেষে এ ভোর হয় আমার নয়ন জুরে নামে বারিধারা,
এভাবে হয় আমার রাত জাগা,
মরিচিকার মাঝে তার স্মৃতি খোজা।