...

7 views

নয় সম
পড়াশুনো বা পড়াশোনা বা পড়াশুনা, করে কে?
লেখাপড়া করে যে!
তবে এটা জেনে রেখো -
দুটি বিষয় নয় সম।
আছে যে অনেক পার্থক্য!
আলাদাভাবে ওদের মূল অর্থ।
যারা ভাবে দুটিই সম -
মূর্খ ওরা চরম মূর্খ।
না জানলে মূল পার্থক্য -
হবে সার্থক নতুবা ব্যর্থ।
তবে যদি জানো অর্থ -
সার্থক হবে তোমার স্বার্থ!

- সপ্তদীপ সাহা।

Drawing by Saptadip Saha.

Photographer - Saptadip Saha.

© Saptadip Saha