...

1 views

#ঘড়িরচিন্তা (কবিতা)
#ঘড়িরচিন্তা (কবিতা)

ওঃ কি মুসকিল
এখনো কেন শব্দহীন
আমার মনিবের ঘর
আমার টিক টিক ছাড়া?
এমন তো হয়না কোন দিন
দরজা খোলার আওয়াজটা হল ক‌ই
ঝাড়ু দেওয়ার , নলের জল পড়ার
তারপর ব্রাশ করে মূখ ধোওয়ার ঝেড়ে গলা...