বিসর্জন
দূর হতে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ
হাতে প্রদীপ নিয়ে রয়েছি চেয়ে
ঠাকুরঘরে রাখা তোর দশভূজা ছবির দিকে
সন্ধ্যেটা যেন একটু আগেই ঘনিয়ে এলো না আজ?
শুনতে কি তুই পাচ্ছিস মা,
দ্যাখ ভালো করে শোন,
কারা যেন বলছে না—
"মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন"?
বিসর্জন কি তোর হবে একার,
আমার মনের নয়?
তোর মাটি তো গলবে পরে মিশবে যখন জলে
আমার মন তৈরি যে মাটির
সেই মাটি তো আর গলার নয়।
তোর মত আমারও দুই ছেলে, মেয়ে নেই তবে,
ঘর এসেছিল পুজোয় তারা
বেরিয়ে গেল বিকেলের ফ্লাইটে
ঘড়িতে...
হাতে প্রদীপ নিয়ে রয়েছি চেয়ে
ঠাকুরঘরে রাখা তোর দশভূজা ছবির দিকে
সন্ধ্যেটা যেন একটু আগেই ঘনিয়ে এলো না আজ?
শুনতে কি তুই পাচ্ছিস মা,
দ্যাখ ভালো করে শোন,
কারা যেন বলছে না—
"মা থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন"?
বিসর্জন কি তোর হবে একার,
আমার মনের নয়?
তোর মাটি তো গলবে পরে মিশবে যখন জলে
আমার মন তৈরি যে মাটির
সেই মাটি তো আর গলার নয়।
তোর মত আমারও দুই ছেলে, মেয়ে নেই তবে,
ঘর এসেছিল পুজোয় তারা
বেরিয়ে গেল বিকেলের ফ্লাইটে
ঘড়িতে...