...

6 views

কি বলি
এই কথা গুলো কাখে বলি?
এ্যাই চাঁদ সিতারা তো সব তোমার কাছে...

দুটো কথা বলি কোথায় ?
তোমার চোখ দুটি দেখে হারিয়ে ফেলি

ঘুলিয়ে যায় তায়ে দেখে সব
কি কথা বলি তোমায়?

কোকিল এর মত মিষ্টি গলা
ঘুলে যায় জলের মত....

কি কথা বলি তোমায়
ভুলে যায় তোমার মুখের দিকে তাকায়

© improvinglyincomplete