নূতন সুর
---নূতন সুর---
কলমে-রশ্মিতা দাস
মাটির সাথে ঘর বেঁধেছি,
আকাশ যোজন দূরে
সোঁদাগন্ধে উনুন জ্বালাই
আমার অন্তঃপুরে।
সাগরজলের দিগন্তপ্রেম
আঁচলেতে অধরা
থোড় বড়ি খাড়া রোজনামচায়
দেয় না বারিদ সাড়া।
আমার আকাশ মেঠো আঙিনায়
বেঁধেছে সামিয়ানা,
ইন্দ্রধনু কয়েদ করে
ছোট্ট শিশিরকণা।
মনময়ূরীর উদাস ডানা
বৃষ্টি যখন দেখে,
খোঁজে দিগন্ত,পীত বসন্ত
উঠোনের আঁকেবাঁকে।
সজল দুটি চপল আঁখি
আকাশ ছুঁতে উচাটন,
হঠাৎ সে কোন স্পর্শ জাগায়
হৃদয় জোড়া তুফান,
লাঙল ধরা হাতের করে
মাটির ঘরকন্না
অলীক মায়ায় তোলে হিল্লোল
জাগায় খুশীর বন্যা।
ঘর্মসিক্ত শ্রান্ত কায়া
আমার শিকড় বোনে,
প্রশান্ত ঢেউ কয়েদ করে
আমার হাসির সনে।
তোমার আঁখির নীরব মায়ায়
আকাশ যে দেয় ধরা,
কালবৈশাখী জাগে সেথায়,
উঠোনে ফেলে সাড়া।
মনময়ূরী তা থৈ বারিষ
হৃদয় জুড়ে মাখে,
নৃত্যে মুক্ত বিহঙ্গিনী
জাগে বকুল শাখে।
তোমার অতল মনিকোঠায়
বসন্ত ঘর বাঁধে,
অধরা স্বপন সাদা ক্যানভাসে
নূতন জীবন বোধে
হাজারো রঙে আবার সাজে
নূতন সুরে গানে,
যামিনীর বুকে জাগে বাঁশী,
পুলক জায়গায় প্রাণে...
কলমে-রশ্মিতা দাস
মাটির সাথে ঘর বেঁধেছি,
আকাশ যোজন দূরে
সোঁদাগন্ধে উনুন জ্বালাই
আমার অন্তঃপুরে।
সাগরজলের দিগন্তপ্রেম
আঁচলেতে অধরা
থোড় বড়ি খাড়া রোজনামচায়
দেয় না বারিদ সাড়া।
আমার আকাশ মেঠো আঙিনায়
বেঁধেছে সামিয়ানা,
ইন্দ্রধনু কয়েদ করে
ছোট্ট শিশিরকণা।
মনময়ূরীর উদাস ডানা
বৃষ্টি যখন দেখে,
খোঁজে দিগন্ত,পীত বসন্ত
উঠোনের আঁকেবাঁকে।
সজল দুটি চপল আঁখি
আকাশ ছুঁতে উচাটন,
হঠাৎ সে কোন স্পর্শ জাগায়
হৃদয় জোড়া তুফান,
লাঙল ধরা হাতের করে
মাটির ঘরকন্না
অলীক মায়ায় তোলে হিল্লোল
জাগায় খুশীর বন্যা।
ঘর্মসিক্ত শ্রান্ত কায়া
আমার শিকড় বোনে,
প্রশান্ত ঢেউ কয়েদ করে
আমার হাসির সনে।
তোমার আঁখির নীরব মায়ায়
আকাশ যে দেয় ধরা,
কালবৈশাখী জাগে সেথায়,
উঠোনে ফেলে সাড়া।
মনময়ূরী তা থৈ বারিষ
হৃদয় জুড়ে মাখে,
নৃত্যে মুক্ত বিহঙ্গিনী
জাগে বকুল শাখে।
তোমার অতল মনিকোঠায়
বসন্ত ঘর বাঁধে,
অধরা স্বপন সাদা ক্যানভাসে
নূতন জীবন বোধে
হাজারো রঙে আবার সাজে
নূতন সুরে গানে,
যামিনীর বুকে জাগে বাঁশী,
পুলক জায়গায় প্রাণে...