...

8 views

প্রিয়তমা
কিছু কথা কিছু আবেগ নীরবতা চোখে চেয়ে থাকা,
ভিজে যাওয়া কোন এক রাতে জোছনার আলোতে,
তার চুলে আঙুল দিয়ে আদর করা তাকে বুকে জড়িয়ে নেওয়া,
তার রেশমি কালো চুলের গন্ধে সারারাত বৃষ্টির শব্দ শোনা,
আদর যখন পরশ বুলায় আমি তো তাকেই চাই যে ভালোবাসে,
নিরন্তন আবেগে অবিরত চুম্বনে আমার অবশ হৃদয় যে ভালোবাসে,
তাকেই তো চাই যে কাছে টানে হাত ধরে টেনে নিয়ে যায় যেথায়,
সময় থমকে যায় ঘড়ির কাটা চুপ করে মৃদু বাতাস বহে ভালোবাসা দোলা দেয়,
পরশমনি পাথর তো নয় তুমি নও তুমি কোন সাত আসমানের পরী,
তুমি তো শুধুই তুমি তোমার সাথে তুলনা দেই না আমি আকাশের চাঁদের,
নদীর মোহনার বা ওই পাহাড়ি ঝর্ণার অথবা বিশাল সাগরের,
তুমি যে শুধুই তুমি তুই আমারি আর কারো নও শুধুই আমার,
তুমি ভালোবাসার প্রতীক আমার ভালোবাসার একমাত্র ছন্দ,
আমি তোমাকে ভালবেসে চলে যায় ওই পর্বত শৃঙ্গ বা কোন উত্তাল সাগরে,
আমার আবেগে তোমার পরশে,
ফুল ফোটে বসন্তে ফাগুন হাওয়ায় আগুন লাগে,
আমিতো জানি ভালোবাসা কাকে বলে তুমিতো আমায় শেখালে,
আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি ভালোবাসার উল্কি এঁকে দিয়েছি তোমার কোমল হৃদযে,
আজ যখন আবার বৃষ্টি নামে আকাশ জুড়ে মেঘ করে বা কোন শীতের রাতে,
তুমিতো আমাকেই খোঁজো আমি তোমাকে খুজে পাই নিরবে আবেগে,
যখন অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয় ভালোবাসার স্পর্শে তুমিই তো সেই,
আমাকে চেনো আমাকে জানো আমাকে বুঝিয়ে নাও হে নারী,
আমি যুগে যুগে তোমারি তুমি হৃদয় মাঝে যে চাপা ব্যথা,
রেখেছো গোপনে তার কারণ আমি জানি সেই তো আমি,
প্রজাপতি যেমন ফুলের রঙে আকৃষ্ট হয় আমি তেমন তোমায় আকর্ষণ করি,
তোমার আকর্ষণ মধ্যাকর্ষণ এর চেয়েও ভারী তা আমি জানি,
নিজেকে সামলাতে পারিনা বলেই তো বারবার পড়ে যায় ডুবে যাই তোমাতে,
ডুবে যাওয়া আমি শেষ নাবিক তোমার প্রেমের সমুদ্র দিচ্ছি পাড়ি,
প্রেম সমুদ্রের উত্তাল ঢেউ অজানা গর্জন আমাকে তোমার দিকেই তো টানে,
আমি আছি রয়ে যাব ভালোবেসে যাবো ভালোবাসাকেই ,
অদৃশ্য আকর্ষনে কাছে টানব কাছে আসবে ভালবাসবে দৃশ্যমান হবে প্রকৃতি,
তোমাকে ভালোবাসি প্রিয়তমা তুমি আমারি।



© নাজমুস সাকিব অনিক