...

8 views

প্রিয়তমা
কিছু কথা কিছু আবেগ নীরবতা চোখে চেয়ে থাকা,
ভিজে যাওয়া কোন এক রাতে জোছনার আলোতে,
তার চুলে আঙুল দিয়ে আদর করা তাকে বুকে জড়িয়ে নেওয়া,
তার রেশমি কালো চুলের গন্ধে সারারাত বৃষ্টির শব্দ শোনা,
আদর যখন পরশ বুলায় আমি তো তাকেই চাই যে ভালোবাসে,
নিরন্তন আবেগে অবিরত চুম্বনে আমার অবশ হৃদয় যে ভালোবাসে,
তাকেই তো চাই যে কাছে টানে হাত ধরে টেনে নিয়ে যায় যেথায়,
সময় থমকে যায় ঘড়ির কাটা চুপ করে মৃদু বাতাস বহে ভালোবাসা দোলা দেয়,
পরশমনি পাথর তো নয় তুমি নও তুমি কোন সাত আসমানের পরী,
তুমি তো শুধুই তুমি তোমার সাথে তুলনা দেই না আমি আকাশের চাঁদের,
নদীর মোহনার বা ওই পাহাড়ি ঝর্ণার অথবা বিশাল সাগরের,
তুমি যে শুধুই তুমি তুই আমারি আর কারো নও শুধুই আমার,
তুমি ভালোবাসার প্রতীক আমার ভালোবাসার একমাত্র ছন্দ,
আমি...