...

12 views

শিল্পী মরে যায়
আর কতদিন এই লেখালিখি,
এই নাচানাচি কতদূর
কী হবে এই রং তুলি নিয়ে,
হবে কী গানের সুর।

চাকরী পেলো পাড়ার ছেলে,
তুমি যে কবে পাবে,
বাবার ঘাড়ে চেপে এভাবে,
আর কতদিন খাবে।

দশে দশ পেলো বন্ধু তোমার,
আর তুমি পেলে ছয়।
ভুলভাল কাজে কাটালে সময়,
আর কী লেখাপড়া হয়?

এমনি করেই জীবনের ঝড়ে,
কত স্বপ্ন ঝরে যায়।
হ্যাঁ,মানুষ মরেনা শিল্প ছাড়া,
তবে,শিল্পীটা মরে যায়।

© Anubhab Mowar(Gumnaam Lekhak)

#হৃদয়েরনোটবুক