...

5 views

কালবৈশাখী🌧🌫🌪🌩⚡
আমি হতাশ হয়ে,জিজ্ঞেস করলাম তাঁকে " তুমিও কি ভুলে গেলে আমাদের? সেই প্রাচীন সভ্যতার মত?------

সে বলল, "আমি তোমাদের ভুলতে চাইনি, তোমরাই দূষিত করেছো বায়ু , দূষিত করেছো এই অপূর্ব বসুন্ধরা, দূষিত করেছো নানা বন , আমি কি পারি বল তাদের দেখতে এই হাল?
অজান্তেই তোমরা দিয়েছো আমাদের খুব বড় ক্ষত।

আমি বললাম, তুমি কি ফিরবে আমাদের কাছে সেই সন্ধ্যাবেলায় , কালো ঝড়, বৃষ্টি, সেই একটি অপূর্ব পরিবেশ নিয়ে?
যদি আমরা ফিরিয়ে দিতে পারি সেই দূষিত মুক্ত বায়ু?


অবশ্যই ফিরব আমি, যদি ফেরত দিতে পারো সেই প্রাচীন সভ্যতা,
যদি ফিরে পেতে চাও আমায় দাও তাহলে ফিরিয়ে দাও সেই দূষিত মুক্ত বাতাস, বন, ধরিত্রী,
চিরকাল থেকে যাবো তোমাদের- ই - নিকট,
নিয়ে সেই অমর আয়ু।




© DEBRAJ GOSWAMI