...

6 views

পরিবর্তন
এই বাংলার বুকে আজ ও রয়েছে সেই গ্রাম
মাঠ ঘাট গাছ পালা আর পুকুর কল।
শরতে আজ ও হিমেল পড়ে।
গ্রীষ্মে বহে মলয় বাতাস
শুধু নেই আজ আর সেই মেঠো পথ।
গ্রাম্য বধুরা মেঠো পথ দিয়ে
কাঁদা হোড় মেখে কাঁকে কলস লয়ে
জল আনতে যায় না তারা
গ্রামের পুকুর ঘাটে।
রাস্তা গুলো যে ঢেকে গেছে আজ
সিমেন্ট বালি ইটে।
গাম্য বধুরা আজ আর
হাঁটুর নীচে পড়েনা ডুড়ে শাড়ি।
মাথায় আজ আর দেয়না ঘোমটা
শিথিতে দেয় না চ ওড়া সিঁদুর।
আলতা পরা পায়ে পরে না তারা নুপুর।
মাথার পিছনে যায় না দেখা
কাজল কালো এক রাস এলো করা চুল।
শুধু দেখা যায় হোষ্টেল ক্লিব
আর কাটা চুলের ঢেউ।
চাষিরা নাঙ্গল দিয়ে করেনা মাঠে চাষ।
তাল গাছেতে বাবুই আজ আর
বাঁধেনা বাঁশা তার।
কড়ি কাঠের ফাঁক দিয়ে চুড়ুই মারেনা উঁকি।
চৈত্রের প্রখর রোদে চাতক যাচেনা বারি।
মডান হয়েছে মানুষ ।
মডান হয়েছে আজ গ্রাম।
চুড়ুই বাবুই আর চাতকের দল
ছেড়ে গেছে আজ তার স্থান।

শিথিতে
© jayentimondal