...

14 views

পুরাতনই ভালো
মনে পড়ে সেই পুরনো দিনের কথা,
যখন ছিল না কোনো ভেদাভেদ,
পড়ে থাকত না মানুষ অসহায় ভাবে।
ছিল শুধু শিশুদের মত মানুষের মন;
মানুষ থাকত মানুষের পাশে,
পরিস্থিতি হোক দুঃখের অথবা আনন্দের l
কিন্তু বর্তমান সময়ে চিত্র গেলো পাল্টে,
মানুষের মন থাকলো না আর শিশুর মত -
নির্মল , নির্ভয়া ও সত্য;
ছলচাতুরী দেখা দিলো মানুষের চোখে,
সর্থপরতা আনলো টেনে ক্রোধ ও হিংসা ,
ভাবলো না শেষের পরিণাম।
বলি কেবল একটি কথা ,
যখন থাকবে না কৃষক পাশে,
তখন হবে টা কি তোমাদের,
কারণ কি কেবল এইটুকু, যে -
করোনা এলো দেশে।।