...

4 views

সেদিন দুজনে
তোমাকে সেদিন অনেক কিছু বলার ছিল আমার ,তুমি শুনলে কই?
তোমাকে সেদিন অনেক কিছু ছিল জানানোর ,তুমি বুঝলে কই??
না ছিল তোমার সোনার ধৈর্য না ছিল আমার বলার নিরবতা,
সব ভেঙে ছুড়ে খরস্রোতা অকালে শ্রাবণ আনবে বুঝিনি,
আজ নাহয় মেঘলা আকাশে বৃষ্টি আসুক,বাঁধ ভেঙে হোক আগলছাড়া,তবুও তুমি আমার যেনো,থাকবো পাগল পারা,
তোমার কাছে আবদার আর ভালোবাসার মিঠে রোদ,আমার কাছে যতই থাকুক আবছায়া দিন,প্রখর গ্রীষ্মে সেটাও শোধ,আমার কিছু ছোট চাওয়া তোমার সাথে মিশতে চাই,যখন সেসব স্থান পায়না,একলা কেবল মরুক্ষয়,
জানি আবহাওয়ার বদল হয়,দিনের শেষে রাত ও হয়,আঁধার শেষে আলো ও হয়,দুঃখের শেষে সুখ ও হয়,
সব কিছু তো হয় গো আবার কেবল কুলে ফেরে না শ্রোতা নদী,এটাই আমার প্রার্থনায়
মুখে বলা কথাও আজ অবধি,
ফেরেনি বোধ হয় ,আর ফিরবে ও না।
যতই আসুক ঝড় ঝাপটা,তোমায় জানাবো সব কিছু টা,গোপন তোমার অগোচরে,বাঁধবে স্মৃতি বাসর ঘরে,আবার ও আমি তোমায় চাই,রোজ সকালে তোমায় পায়,এটাই আমার প্রার্থনায়,
ব্যাখ্যা দেওয়া চুকিয়ে দিলাম,মিটিয়ে দিয়ে তর্ক রোজ,এবার আমি নিরব হবো,ব্যাখ্যা হবে এই নিখোঁজ।
© অনুরাধা