...

13 views

আমি ভালোবাসি
আমি ভালোবাসি যেন বড় বেশি আমার এই দেশ চারিদিকে রঙের বাহার প্রকৃতি টা বেশ আমি ভালোবাসি উজল দিবাকরের হাসি আলোকিত সোনার কিরণ যেন ভালবাসি দিগন্তের মাঠ ঘন জঙ্গল বন। আরো ভালোবাসি ঝরনার গান পাখিদের গুঞ্জন চোখ ছল ছল মুখে যেন হাসি উচ্ছ্বাসিত এই মন। আমি ভালোবাসি কাদা মাখামাখি শিশুদের মাছ হাতে_ তার চেয়ে বেশি যেন ভালোবাসি ঝিকিমিকি চাঁদ। জোসনা ভরা ওই রাতে। ভালোবাসি কৃষকের সবুজ রোপন মনে কত আশা পুরন হওয়া হেমন্তকালে ফলেপাওয়ার সোনা ধান রাশি রাশি তার চেয়ে বেশি যেন ভালোবাসি সাফল্যের মুখে হাসি।