...

4 views

দুরন্ত শৈশব
দুরন্ত শৈশব
মেটেনি গো , মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
তবু যেতে হবে মোর
সব কিছু ছাড়ি দুর দিগন্ত পার।
ভাল বাসি আমি, মোর সাধের জন্ম ভূমি
এই বাংলা মার।
তাই নির্বাক চোখে, চাহিয়া ধরনীকে
দেখি শেষ বার।
মেটেনি গো মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
থাকিবনা আমি ভাবিলে এ কথা
দু নয়নে আসে জল।
মুদিলে নয়ন মনে পড়ে মোর দুরন্ত শৈশব।
মায়ের স্নেহের হাতটি ধরে
চলে ছিনু কিছু পথ।
সময়ের সাথে ছোট্ট দুটি পায়ে
চলিয়াছি বাকি পথ।
মেটেনি গো মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
ধরনীর ধুলা মাখি নিজ দেহে
খেলেছি কতনা খেলা।
কচি দুটি হাতে গড়েছি পুতুল
ভাঙিয়া মাটির ডেলা।
গ্রীষ্মের নিদারুন উষ্ণতার মাঝে
পিতার শাসন এড়িয়ে দুপুর
কেটেছে আম কাঁঠালের গাছে।
বরষার দিনে শ্রাবনের ধারাতে ভিজে
হাঁটু জমা জলে করেছি খেলা
কচি দুটি পায়ে ছুটে।
শরতের ভোরে কুয়াশায় ভিজে ভিজে
কতনা ফুল গুড়িয়েছি আমি
ছোট্ট দুটি হাতে।
যে ফুল রজনীতে ফুটি
প্রভাতে গেছে ঝড়ে।
সে ফুলের মতো হয়তো আমিও
ফুরায়ে যাব একটু পরে।
যাবার বেলায় মনে পড়ে তাই
ছেড়ে আশা শৈশব।
মেটেনি গো মেটেনি আমার
এই সুন্দর পৃথিবী দেখার সাধ।
© jayentimondal